মনের ভেতরের প্রবলতাকে
প্রচ্ছন্ন রেখে তোমাকে ডেকে
কাছে নেই;
ছাঁছে নেই ঢালাই করবার গলিত
মনের বাসনা;
আসনা তবু আলিঙ্গনে যদি উষ্ণতা পাই;
তাই মনের প্রগার ইচ্ছেকে চুমু খাই;
বলি তুমি শান্ত হয়ে একটু বস আমার
খুব কাছে;
পাছে তুমি প্রলুব্ধ হবে ভেবে আমি
কথার স্রোতের বাক ফিরিয়ে নেই;
যেই তুমি পাগলের মত বলে ওঠো
"ভালবাবাসি প্রিয়" ।
আমি বলি দুঃখ দিও
সেই ঢেড় ভাললাগে মনপুরা কবিতার চরের মত গহীন শব্দের
বালিকার ভেতর একাকি বালিকা তুমি।