মাগো,তোমার মুখ চেপে রাখতে পারে নাই ওরা।
তোমার ঠোটের বাঁধন খুলতে বাধ্য করেছিল তোমার ডানপিঠে ছেলেরা।
বন্দুকের গুলি ডাংগুলির চেয়ে ভাবে নাই ভয়ংকর কিছু।
তোমার দুরন্ত ছেলে রফিক জব্বার বরকত আর সালামেরা শেষ সালাম করে গেছে সেইদিন
আদর করে বাবার কিনে দেয়া সেই শার্ট রক্তে মেখে তোমার পায়ে।
তোমার গায়ে জড়িয়ে দিয়ে গেছে লাল সবুজ শাড়ী স্বাধীনতার বীজ।
তোমার আদর মাখা গল্প বলা মুখের মর্যাদা দিয়ে গেছে
খেয়ে শেষ চুমুর বিষ!
ছড়িয়েছে তোমার আঁচলের ছায়া সৌরভ;
তোমার ভাষা আজ তাই বিশ্বের গৌরব।