কুয়াশারা ঘন হয় উত্তুরে হাওয়ায়
জেঁকে বসে কষ্টের শীত এসে
নষ্টের স্মৃতি হাতরে হাতরে বুক
ধুক্ পুক্ বাড়ে হার্টবিট।
হাতরে বেড়ানো দুঃখগুলো ফিট হয়ে
পড়ে যায় আখি বেয়ে গলগল ছলছল
রক্ত জমাট বাঁধে ধমনীর ভেতর।
কাকপক্ষী যেন টের না পায়
এমন সন্তর্পনে সাঁতরে বেড়াই কষ্টের নদী;
আহত বিহঙ্গের আর্তনাদ হিম হয়ে আসে দূর্বা ঘাসে শীতল শিশির জমে;