প্রেম মরে গেলে
ইতিহাসে থাকেনা হৃদয়
পাতা ঝরা বৃক্ষ তবু বাঁচে
অপ্রেম নিয়ে অন্তর বাঁচে কয়দিন?
তবু বলি ছলনার প্রেম রাখ দূরে
মিলনের বিজ্ঞান বড় বেশি চলে
গেছে সরে...
তোমার ঘৃনার মদ তোমার হস্ত পদ
সিংহাসন গেছে কি ফেলে
ইতিহাসে আর কি পেলে??
পড়ে দেখ লাইলীরা সুখেই থাকে
ফরহাদ মরে যায় জ্বলে
মজনুকে মদন নাকি বলে!
আমি তো সে পথে
তোমার নিশানা হতে
বেড়িয়ে গেছি ধনুকের থেকে
ছেঁকে ভাজা রুটিগুলো কষ্টের
ঝোলে মেখে খাওয়া
প্রেমের পাউরুটি ফেপে ওঠে ঘৃনার সোডায় ফেঁটে;মেটে ইদুরের দাঁত যেমন বাড়ে কাটাকুটির প্রেম বিনে......