সবকিছু ঝেড়ে ফেলে
সব ব্যাথা মুছে ফেলে
উঠে এসো প্রিয়া হাত ধরে।
জোড় করে ভালবাসা আকাশ কুসুম জেনো; সোনার পাথর বাটি হবে।
কবে বাতাসে গড়বে দূর্গ তোমার?
সেসব অলৌকিক ফেলে চলে এসো
লৌকিক হৃদয়ের ভেতর;
ভালবেসে এসো মিশে যাই
হারিয়ে যাই পৃথিবীর ক্লান্তি রেখা মুছে; কালো কুঁচ কুঁচে চুলে বেঁধে দেব গাঁদা ফুলে গোলাপ দেব খোঁপায় গুঁজে;
খুঁজে খুঁজে মিছে মর ছলনার হেম
মিথ্যে প্রেম আর ছলনার গেম
সে সবে সুখ নেই হারিয়ে ফেলবে খেঁই তোমার প্রেমের;
হাত ধর যে হাত চিরদিন বেঁধে রাখে
ভালবাসা ভালবেসে পাশে থাকে
বেদনাকে নিশ্চুপ ঢেকে রাখে।
আঁকে স্বপ্ন সত্যি হওয়া একটি বাসর
যে মালা শুকিয়ে গেছে কেন তারে
বারবার মেলে দেখো,
চলে যাওয়া উড়ো পাখি ভুলতে শেখো।