নিরস প্রেমিকা তুমি আজো নির্লিপ্ত
উড়ছে বসন্তের বাষ্প সবখানে
অথচ উদাস তুমি।
এসবে মন নেই চেয়ে আছো ফিকে চোখে আনমনে ফিঙের দিকে।
কত ফুল ফুটে আছে তাজা তোমার ঠোঁটে নেই হাসি; হয়ে গেছে বাসি বসন্তের বাতাস তোমার কাছে!
আমি তানপুরায় হৃদয় পোঁড়া সুর তুলি তবু থাকলে আমায় ভুলি।
কৌতুহলী চোখে তবু আমি দেখি
তোমার হরিণ চোখে ডুব দেই সাঁতার কাটি।
হাঁটি তোমার পেছন পেছন সাথি হতে যাই। তবু তোমার সাড়া নাই;
বেয়ারা বসন্তে বুঝি তবু আমি তোমারেই চাই।