ইচ্ছেগুলো আজকাল ক্লান্ত আর আলসে হয়ে গেছে
পানসে হয়ে গেছে কবিতার শব্দাবলী
জব্দ কেবলি হচ্ছে গোপন শখ
ঢক ঢক গিলে খায় ঢেউ খেলানো প্রিয়ার অলোক;
নোলক নিশ্চুপ চোখের মনি স্থির
আমি অস্থির দেখে করি বিড়বিড়।
ভিড় করা স্বপ্নের শখ হঠাৎ উধাও তোমার পাগলাটে বকবক
চকচক করে ওঠা চাহনী তোমার
বাতাসে দোল খাওয়া আদর;
বাঁদরের মতো গাছে ঝোলে আমার শব্দের শাল চাদর।
উড়ে যায় কবিতার পঙতিমালা দূরে
হৃদয় খুঁড়ে তোলা বেদনার অলংকার
কলংক হয়ে আছে ছন্দের ভেতর ।
মায়াবি জোৎস্নারা ছুঁয়ে যাবে কুঁয়াশার কপালে কোনদিন।
প্রতীক্ষায় প্রহর গুনি এক দুই তিন..