ফিরে গেছো ফিঙে পাখির মতন
একবার মনের ডালে এসে
আমি আকাশ দেখতে নাকি ব্যাস্ত ছিলাম।
গাঙের ধারে বসে গাঙ চিল দেখি
গাঙ শালিকের পালক কুঁড়াই
আর আনমনে মেঘের পালকি চলে দেখি।
আবার পেছনে এসে ফিরে গেছো প্রিয় আমি বুঝতেই পারি নাই একি!
নদীর ঢেউ গুনে পাল তুলি মনে গান গাই মাঝিদের সনে ।
ডিঙির ছইয়ে দেখি জোৎস্নার ফুল
তুমি এসে ফিরে যাও আলগোছে
সে কার ভুল?
আমার চেতনায় উজ্জল তারা ভরা রাতে;
আর একবার এসো প্রেমের শব্দ নিয়ে সাথে।