তোমার হাতের কবিতার স্বাদ
ভুলবার নয়।
সেই যে একবার লিখেছিলে প্রিয় সেই
শব্দের স্বাদ আজো লেগে আছে ঠোঁটে।
কতদিন তোমার হাতের সেই স্বাদ থেকে রেখেছো যে দূরে
তোমার কবিতার অভাব আমায় আজ খায় কুঁড়ে কুঁড়ে।
তোমার কবিতার ফুল গোপনে ফুটে থাকে আমি খুঁজে মরি
তোমার হাতের বানানো শব্দাবলী আমি নেব প্রাণ ভরি।
তোমার কবিতার শব্দ ছিঁড়ে গোলাপের মত নেব আমি ঘ্রাণ।
তোমার কবিতার তরে সদা আমার মন আনচান!