ভাবনার বীজগুলো পড়ে আছে মনের গহীন থেকে আরো গভীরে।
খুঁজে খুঁজে আনি তারে অতলের তলে কুঁড়িয়ে।
কখনো মুক্ত দানা কখোনো আসে ছাঁই পাশ!
কখনো রসবোধ কখোনো কষ্ট এসে করে উপহাস!
গভীর দরিয়া মন গাঙের ঢেউয়ে ভাঙে পাড়;
বিরহের সুর বেঁজে কেঁপে ওঠে বেহালা সেতার।
সুখবোধ দুঃখবোধ নেয় যেন আজ প্রতিশোধ;
বেয়ারা ইচ্ছে এসে ভালবাসা করে প্রতিরোধ!
মধুর স্বপ্নগুলো যত্ন করে তুলে রাখি তাকে;
কষ্ট নষ্ট করে গিলে খায় সেই সব মধুরতাকে।
ভাবনার বীজগুলোয় তাই আর গজায়না কবিতার চারা;
অঙ্কুরেই বিনষ্ট হয়ে অপত্য পঙতিরা পড়ে শুধু মারা।