যে শ্রাবণে খুঁজেছি তোমায়
টসটসে বর্ষার রাতে টুইটুম্বুর ভরা চোখে
আনন্দলোকে অশোকের ভেজা ডালে
জলভারি পালকে চুপসে যাওয়া শীতল দেহে
এক দল বিহঙ্গের সাথে কাটিয়েছি রাত ।
এই তো সেই শ্রাবণ!!
তবু তুমি এলেনা প্রিয় তুমি অকস্মাৎ
লুকালে কোন মেঘের আড়ালে
মৌসুমি বাতাসের সাথে
হারিয়ে গেলে সেই যে শ্রাবণ প্রভাতে..
ফিরলেনা আর প্রিয় হে আমার ।
তারপর আসে যায় অনেক শ্রাবণ
আমি বসে থাকি শুধু আনমন
বৃষ্টির অন্ধকারে তোমার ভেজা এক মুখ
বুকের ভেতর টেনে তুলি দু'হাতে আদরে
যদি একটু কমে এ প্রেমের অসুখ
তবুও অভিবাদন শ্রাবণ তোমায় সাদরে...