গহীন অন্ধকা‌রে
গভীর সমুদ্রের তল‌দে‌শে
যে মা‌ছের শরী‌রে জ্ব‌লে ও‌ঠে প্রদ‌ীপ
যে প্রবা‌লের মৃত দে‌হে গড়ে ও‌ঠে সুন্দর দ্বীপ
জমাট অন্ধকা‌রে অা‌মি অা‌লো নি‌য়ে সে মা‌ছের মত
তোমার পাদুকায় এ দেহ হবে যে অাহত কত ক্ষত বিক্ষত
এ দে‌হে তোমা‌রি স্পর্শ নি‌য়ে তবু যেন অা‌মি ম‌রে যাই
তোমা‌রি অাগু‌নে এ মন পুঁ‌ড়ে হয় হোক না‌রে ছাই
অদ্ভূত প্রেম নি‌য়ে য‌দি অা‌মি হই মৃত দেহ
তোমা‌রি জন্য অা‌মি বল‌বে তো কেহ
অামার জন্য তু‌মি বল‌তে শেখ
অমারই হ‌বে তু‌মি 'প্রিয়'
শুধু ম‌নে রেখ ।