আমি এক স্ত্রৈণ পুরুষ
সুস্মিতার হাসির দামে লিখে দিয়েছিলাম জীবন
আমি অবিমৃষ্যকারী তাই অজ্ঞাতকুলশীল নারী
করেছি অর্ধাঙ্গিনী।


বীতস্পৃহ এক পুরুষ ছিলাম অথচ,
বীতকাম হৃদয়ে আমার আজ রিরংসার ঈপ্সা জাগে!
প্রিয় সীমন্তিনী তোমারি জন্য আজ
শিউলি ফোঁটা রাতের শরদিন্দু এত ভাল লাগে।


অযত্নসম্ভুত মনসিজ কবিতাখানি
যেন তোমারি শিঞ্জন ধ্বনি
তোমার আহবান মৃতসঞ্জীবনী
মধুর শৃঙ্গারে ভরাও তুমি নিশীথিনী।