নির্ঘুম রাত
জেগেছিল আমার শিয়রের পাশে পাশে
শিশিরেরা বুঝি
তাইগো সারারাত জেগেছিল দূর্বা ঘাসে
বিনিদ্র বলাকা
ডেকেছিল বুঝি তাই ঝোঁপের বাঁশে বাঁশে!


মাঝে মাঝে
পেঁচার শব্দ শুনেছি নারকোলের বাগানে
ডাহুকেরাও আজ
ডেকেছে শুধুই যেন না ঘুমানোর গানে
আমার সাথে
কেন জেগেছে সবাই বুঝিনি তার মানে!


যমুনার জল
তবে জেগেছিল কেন ছলছল রাতভর
বালিহাঁস কেন
নিরবে নিশীথে আজ ঘুরেছে বালুচর?
নিশুতি শালিখ
ছিঁড়েছে কেন রাতে আপন বাসার খড়?


আমি জেগেছি
জেগেছে আমার কবিতার সব সাথি
চাঁদের সাথে
জাগেরে যেমন নীলপদ্ম সারা রাতি।