চারিদিকে মৃত্যুরা পেতে আছে ফাঁদ
জোৎস্নার মৃত্যু দেখেছে অমানিশা রাত
নক্ষত্রের মৃত্যু দেখেছি খুব বয়সী হলে
কবিতারাও মরে যায় অন্ধকারে
কালের অতলে।


মরে যায় পরিচিত কাক
লক্ষ্ণী পেঁচাদের ডাক মরে যায়
বয়সী প্রেমিকের হাত। সরে যায়
প্রাণের প্রেয়সীর উন্মাদ মৃত্যু শোকের
বিরহী নাদ।


নদীরাও মরে যায় শুষ্ক বুকে
গজায় ধূ ধূ মরুভূমি পুড়ে পুড়ে
হয়ে যায় খাক্। বেজোড় শালিক
কেঁদে কেঁদে নির্বাক।  
শিকারি খুন করে জোড়া জোড়া ঘুঘু
বালিহাস চলে যায় অবাক!
ইদুরেরা মরে যায় আরশোলা টিকটিকি
মাকড়সা মরে মৌমাছি মরে
বাওয়ালীরা ভাঙে মৌচাক
স্মৃতিরা মরে রেখে যায় দাগ....


আমার কবিতার শব্দের ভিতর
ওরা বেঁচে থাক!
যতদিন চলবে এই পৃথিবীতে কবিতার পাঠ
কবির ভাবনার চৌকাঠ আর কবিতা প্রেমির
মনিকোঠায় ওরা একে একে পূর্ণতা পাক!!