কে যেন কোথায় অনর্গল ছিঁড়ে চলেছে
আমাদের কবিতার পথ
আমাদের পুরনো শপথ
কে যেন টেনে টেনে ভাঙার অবিরল
প্রচেষ্টায় রয়েছে রত।


কতকাল যে মুখখানি ভাল করে হয়না দেখা
বুকের ভিতর তারই টানানো স্মৃতির ছবি
অস্পষ্ট করে তুলছে যেন কারো
পাষাণ স্পর্শ।


আদিম অভিকর্ষ মিলন বলরেখা কেটে
আমার কবিতার পয়ার ভেঙে ভেঙে
কার যেন নির্দয় হাত একটু একটু করে
প্রতিদিন কেড়ে নেয় তোমায়।