রাতের অন্ধকার ছিঁড়ে ধীরে ধীরে বেরিয়ে আসবে নরম আলো
ক্লান্ত হয়ে আস্তে আস্তে শান্ত হবে নিশুতি পোকাদের ডাক
রাতের জেলেরা ফিরবে মাছ ধরার এক গাল সফলতা নিয়ে
পাখিদের সুমধুর কলতান ভেসে আসবে তোমার অলস ঘুমের কানে;
ঘুম ভেঙে দেখবে এক কবিতা উপুড় হয়ে আছে তোমার মুখের 'পরে
তোমার চোঁখের 'পরে স্থির হয়ে আছে আমার চোঁখ।