পুরনো কবিতাগুলো বারবার পড়ি
আর হামাগুড়ি দেই নতুন ভাবনার ভেতর
কদাকার শব্দগুলো কেমন বেমানান চেয়ে থাকে ড্যাবডেবে চোখ তুলে আমার দিকে..


ছন্দহীন সেই সব কবিতার ভেতর
হঠাৎ ছন্দ খেলা করে ওঠে সাঁতরে বেড়ায়
বোধময় বাঙময় স্মৃতির জল পুকুরে
অসাবধানতার প্রতিটি পঙক্তি কেঁদে কেঁদে
বলে আমাকে কেন ফেলে দেবে?
আমিতো তোমার সেই সব দিনের
আবেগমন্থিত শব্দমালা যাকে ঘিরে তোমার
ছোট কবি হয়ে ওঠা....