স্বাধীন শব্দ আমার কবিতা তবু পরাধীন
ছন্দের শাসন নয় মন্দের চোখ রাঙানি
গোয়ার সমালোচকের নিয়ন্ত্রণ রেখা ছেড়ে
চলবেনা আবাদ কোন কবিতা উঠবেনা বেড়ে
ওদের পায়ে দিতে হবে কবিতা পুষ্পাঞ্জলি
আমারি শব্দ নিয়ে যে কুৎসিত খেলা কেবলি!


আমারি ভাবনা নিয়েই মাথাব্যথা তাদের শুধু
কবিতার মৃত্যু হোক মরুচর জাগুক ধূ ধু
সত্য নিভে যাক আর পেয়ে যাক মিথ্যার মধু
আলো আর ভালোরা যেন আর কভু মাথা না তোলে
ভালোর সাধনা যেন মানুষেরা একেবারে ভোলে;


কিন্তু অসম্ভব খুন করা কবিতার দেহ
কবি আর কবিতা কোনদিন মারতে পারে না কেহ....