একটা কবিতা লিখতেছিলাম হঠাৎ
কোন এক প্রাচীন কবিতার আত্মা জেগে উঠলো শব্দের ভেতর
ঝাঁকুনি দিলো প্রবল আলোড়নে আমাকে বললো অকবি কে তোর
কবিতার পথ? কত দূর একা অক্লান্ত হাটতে পারবি শ্রান্ত ভ্রান্ত বিভোর
অজানা সব বন্ধুর মরুর নিঃঠুর তপ্ত মরিচিকার প্রমত্ত প্রখর প্রান্তর..
কেবলি ধাঁধার মতন আঁধার যখন ঘনিয়ে আসবে তোর সম্মুখ সমর
পালাতে পারবি কি? অথবা দাঁড়াতে পারবি ধুলো ঝড়ে কবিতার 'পর?