মেঘ যুক্ত নির্মল আকাশ
কখনো আলো, কখনো আধার
যেন রৌদ্র মেঘের খেলা |


আকাশ জুড়ে জমেছে মেঘ,
গুড়ুম গুড়ুম ডাকছে আকাশ
ভয়ে যেন বুকটা কেঁপে উঠে |
মনে হয় এখনি বৃষ্টির ধারা ঝরবে |


ঋতুর বৈচিত্র তার অপরূপ সাজে
শো শো শব্দে চলে এলে শীতল হাওয়া নিয়ে |
বৃষ্টির ধারা ঝরছে ঝর ঝর,
বৃক্ষের পাতাগুলো কাঁপছে কেমন থর-থর |


শীতল বৃষ্টির ঝির-ঝির ফোঁটায়
লতাপাতা নিয়েছে গাঢ় সবুজের সাজ |
আমি জানালার পাশে বসে দৃষ্টি বাহিরে
ভাবছি আনমনে কি অপরূপ,
বৃষ্টির ফোঁটায় যেন মুক্তা ঝরছে |


বৃষ্টির এই শুভ আগমনে
কেউ হাসছে, আবার কেউ কাঁদছে মনে মনে |
শীতল হাওয়ার আলতো পরশে,
শরীর মন জুড়িয়ে নিই এক নিঃশ্বাসে |