ধুলিমাখা মলিন মুখ
অনাহারে কেটে যায় কত সুখ |
ক্ষুধার জ্বালায় পথে পথে
কত মিনতিই না করে,
কিছুই খায়নি দু-দিন ধরে |


কেউ ডাকে না মিষ্টি মুখে
অনাহারে আছে বলে,
কত যে-দিন কেটেছে এভাবে |


নেই যে কোনো ঘর-বাড়ি
কেউ বলে না ঘুমাও তাড়াতাড়ি!
লেখাপড়া করে,
মানুষের মত মানুষ হবে সতী |

ব্যাধি হয়ে লুটিয়ে পড়ে মাটিতে
কেউ ফিরিয়া চাহিই না তারে |
সুস্থ হবে নির্ভয়ে থাকো
কেউ বলে না তারে, আসলে
"মনুষ্যত্ব" পালিয়েছে এ পৃথিবী ছেড়ে |