কষ্ট আমার দুঃখের সাগর,
বেদনা নীল আকাশ।
স্বপ্ন আমার নাটাই-ঘুড়ি,
বেঁচে থাকার আশ্বাস।
সুখ টা আমার অচিন পাখি,
হারিয়ে ফেলা নীড়।
মনের ভিতর জোয়ার-ভাটার,
সমান সমান ভীড়।
বৃষ্টি আমার চোখে রই জল,
রৌদ্র বুকের আগুন।
সেই আগুনে ঝলসানো মন,
ছিন্ন দ্বীপের মতন।
আশা আমার ধুলোর মতন,
লুটিয়ে থাকে পথে।
বাতাস আমার ঝড়ের মতন,
উড়িয়ে নেয় তাকে।
কল্পনা আমার সুখের জগত,
বাস্তব কষ্ট ময়।
বিশ্বাস আমার চাঁদের বুড়ি,
চাঁদের বুকেই রয়।
জ্যোৎস্না আমার শীতের চাদর,
গাঁয়ে জড়িয়ে রাখি।
আদর আমার ভালবাসা,
দিচ্ছে আমায় ফাঁকি।