শান্ত আঁধারের মানুষ আমি,
আলোতেই যতো ভয়।
তবুও হেঁটে বেড়াই পথে ঘাটে,
এই সোডিয়ামের আলোতে।
নিত্যদিনের যাওয়া আসা আমার,
কখনো প্রখর রোদে,
কখনো বা সোডিয়াম ভরা
এই নিয়নের আলোতে।
রোদের আলোয় ঝাপসা হয়ে আসে চোখ,
তবুও ক্লান্তহীন ভাবে ছুটে চলি।
ঘোলাটে চোখের প্রতিফোটা অশ্রুর দেখা,
কেবলই জানে রাতের অন্ধকার।
চার দেয়ালের মানুষ আমি,
নিয়ে আমার অনুভূতি।
নিজেকে নিয়ে ভাবা হয় নি কখনো,
খুঁজে বেড়ায় নি জীবনের লাভ ক্ষতি।
আঁধারের মাঝেই মিশে থাকি আমি,
করে আপন নিবির নিঝুমতা।
আলো সে তো কেবলই স্বার্থপর,
নিজ প্রান্তে করে ঝলমল, বিপরীতে অন্ধকার।
কালো মেঘের দেশের মানুষ আমি,
বুকেতে শ্রাবণ ঝড়াই।
রোদের মাঝে দিয়েও ছাঁয়া,
মাটিতেই জল হয়ে লুটাই।
আঁধারের মানুষ আমি,
নিজেকে খুঁজে পাই আঁধারে।
প্রতিটা দিন ভাবছি কেবল,
হারাতে চাই এই আমি, গভীর অন্ধকারে।