স্মৃতি গুলো কেন পিছু টানে,
অতীত সীমানায় কেনই বা নোঙর ফেলে।
আমি তো থামতে চাই না তোমার ঠিকানায়,
যেখানে সুখ টাকে হারিয়ে ফেলেছিলাম।
নিছক মায়াজাল ছাড়া,
আর তো কিছুই ছিলো না সেদিন।
তুমি তো দেখো না এখন আমার চোখের জল।
আমি নিরুদ্দেশ হতে চাই,
ভুলতে চাই পিছনে ফেলে আসা পথ।
অন্ধকারে হাটতে শিখে গেছি,
এখন আর কাউকে লাগবে না আমার।
সময়ের স্রোতে ভেসে বেড়ানো,
আমার নিত্যদিনের চাওয়া পাওয়া।
হয়তো সময় নিবো একটু তবে ঠিকই ভুলে যাবো,
তোমার সাথে কাটানো ভালবাসার ঠিকানাটা।
আমি ফিরবো না আর- ফেরাতেও পারবে না স্মৃতি কিংবা তুমি।
যাচ্ছি শেষ বারের মতো তোমার দেখানো পথ ভুলে,
অতীত স্মৃতি সবটুকু মুছে ফেলে।