জীবনের প্রয়োজনে এসেছি এই জগত সাঁজাতে,
কথার ফুল ঝুড়ি ফোটাতে নয়, কি হবে বলো?
আমি তো কবি নই, আসি নি কবি হতে।
এই মাঁয়া মাখা বিশ্বভ্রমান্ড কেবল স্বার্থপরতায় ভরা।
নিঃস্বার্থ ভালবাসা সে যে বড্ড মূল্যহীন এ ধরণীতে।
যা খুঁজে পাওয়া, সাত রাজার ধনের চেয়েও দুষ্কর।
এই বিশ্বে কেবল, মানুষ তার নিজের জীবন ধর্ম পালনে ব্যস্ত।
আমি পণ্ডিত নই,
তাই অতো শতো ভাই বুঝিয়ে বলতে পারি না!
যা মনের কথা তাই মুখের।
নিরানন্দ এই পৃথিবীতে সুখ খুঁজে কি লাভ?
আমি বলি সুখ টা তো হাতের কাছেই!
বেলা করে ঘুমিয়ে ওঠাও তো এক ধরনের সুখ,
কিংবা খুব বৃষ্টিতে ভিজে এসে,
শীতে কাপতে কাপতে গামছা দিয়ে শরীর মুছতে থাকাটাও একটা সুখ।
যদি হাতের কাছেই সুখ টাকে খুঁজে না পাও।
তাহলে বলবো যাও হিমালয়ে যাও।
হয়তো পেতেও পারো একমুঠো সুখ।
আর নয়তো ঘুরে আসতে পারো,
নীলনদ কিংবা তিসুমিয়াস কি জানি,
হয়তো সেখানেও সুখের দেখা পেতে পারো।
আমাদের জীবনটা বড় অদ্ভুত আমরা অল্পতে কখনো সন্তুুষ্ট হতে পারি না।
আমি তো বলি, যাও ঘরের বাহিরে যাও,
ঘাসের গায়ে লেগে থাকা শিশিরটা পায়ে মারাও,
দেখবে এখানেও সুখটা মিলবে।
জগতের প্রয়োজনে জীবনটাকে না সাঁজিয়ে,
নিজের প্রয়োজনে আপন জগত টাকে সাঁজাই।
হোক সেটা ছোট কিংবা বড়,
আত্মতুষ্টি সে যে বড্ড প্রয়োজন।