বাইশ বসন্ত পাড় করেও
হাঁটছি পথে একা,
দিনগুলি যে যায় ফুরিয়ে
হলোনা আজও দেখা।
নতুন করে, নতুন ভাবে
নতুন বসন্ত আসে,
কচুরি পানার মতো জীবন
স্রোতের টানে ভাসে।
হারিয়ে খুঁজি মনের মাঝে
বাঁধা স্বপ্ন খানি,
আরও বসন্ত গেলেও তোমায়,
পাবো না খুঁজে জানি।
মরুর বুকে একমুঠো জলে
হয়না পরিপূর্ণ,
বাইশ বসন্ত পাড় করেছি
হৃদয় রেখেছি শূন্য।
স্বপ্ন মাঝে পাই যে তোমায়
হাতটি ধরেই চলা,
একটা সময় ঘুম ভেঙ্গে যায়
হয়না কিছুই বলা।
বসন্ত আসে, বসন্ত যায়
কোকিল শোনায় গান,
মনের খোঁজে মন ছুটে যায়
বাঁধন ছাড়া হয় প্রাণ।
এক এক করে বাইশ বসন্ত
কাঁটলো  শূন্য বেশ,
আর কতদিন রবে অপেক্ষা
কখন হবে শেষ।
বাইশ বসন্ত হারিয়ে গেছে
জীবন পাতা থেকে,
এক বসন্তে পাবো তোমায়
খুঁজছি আশা রেখে।