জীবন আমার নয় তো
পেন্সিলের ই লেখা,
ইচ্ছে হলেই মুছে দিবো
দুঃখের ই সব কথা।
খেলার ছলে জীবন নিয়ে
ধরতে হলো বাজি,
সব হারিয়ে একলা পথে
হাটতে এখন রাজি।
কোথায় ছিলাম, কোথায় আছি
এখন কোথায় যাবো,
অনিচ্ছা হলেও স্রোতের দিকে
তরী ভাসিয়ে দিবো।
শুণ্য হাতে, শুণ্য পথে
ফিরতে হলো ঘরে,
স্বপ্ন আমার ধুলোর মাঝে
লুটিয়ে রইল পথে।
কিসের আশায়, কিসের নেশায়
ভাগ্যের খালি হাত।
চোখের দেখায় সকাল,দুপুর
সবই এখন রাত।