তুমি বলে দাও
আমি মেঘ হয়ে কতকাল জেগে থাকবো এভাবে,
আমার কান্নাগুলো পারছিনা জমাতে,  শূন্যতার ভিড়ে,
কষ্টগুলো ভারী হয়ে যায়, হয়ে নীল বর্ণ করে ধারণ?


তুমি বলে দাও
নিসাতের আকাশটা কেন এতো বর্ণহীন লাগে,
কেন বিষাদের মাঁয়া,  এভাবে আমাকে ঘিরে রাখে,
স্বচ্ছতা কেবলই চোখের জলে ঝাপসা হয়ে আসে?


তুমি বলে দাও
কেন প্রতিটা রাত,  আমার ভোর হয়ে যায়,
অচেনা কারনে কেন বিষাদের সুর বাঁজে, আমারও হৃদয়ের বীণায়,
কেন উচ্ছলতা একটু একটু করে হারায় নীলিমায়?


তুমি বলে দাও
কেন গোধুলীর রঙে,  প্রতিটি বিকেল ছেঁয়ে যায় হৃদয় জুড়ে,
নিস্তব্ধতা কেন প্রতিশোধ নেয়, মনে করিয়ে দেয় স্মৃতি,
কেন মানুষের ভিড়ে, খুঁজে বেড়াতে হয় মনের হারিয়ে যাওয়া সুখটাকে?


তুমি বলে দাও
কেন ব্যস্ত নগরিতে একলা হয়ে থাকা,
হৃদয়টা কেন শূন্য মনে করে হয় একলা পথে হাঁটা,
কেন আজও খুঁজে ফিরি, তোমার কোমল হাত খানি,
বিষাদের রঙে রাঙিয়েছে মন, তবু কেন এভাবেই বেঁচে থাকা?