তোকে পেয়ে ধন্য হলো,
আমার এই জীবন।
দুঃখের মাঝে একটু সুখের,
করলি বীজ বপন।
মনের মাঝে দিলি জানি,
আমার জন্য স্থান।
পাশে ছিলি পাশেই থাকবি,
বদলাবে না অবস্থান।
সুখে দুঃখে মনের ব্যথা,
আগেই হয় তোর জানা।
কষ্টগুলো করতে আড়াল,
মেলছিস সুখের ডানা।
চোখের জলে যখন ভাসে,
আমার ক্লান্ত রাত।
সবার মাঝেই খুঁজে ফিরি,
আপন তোর সেই হাত।
তোর এই মায়ায় একটু একটু,
যাচ্ছে যে দিন আরও।
তোর মতো এক বন্ধু পেলে,
কষ্ট কি থাকে কারোও?
ভাগ্যের ছলে কখন যে তোর,
এতো কাছে এলাম।
হয়তো কোন মায়ার টানে,
তোকেই খুঁজে পেলাম।
সারাজীবন এমনি করে,
তোকেই পাশে চাই।
তোরই ছাঁয়ায় জীবন যেন,
পরো পাড়ে হারাই।