উদাস থাকা মনটা এখন
শূন্যতার খাঁচায় বন্দি,
সুখের সাথে আড়ি আমার
দুঃখের সাথেই সন্ধি।
দুচোখ বেয়ে ঝড়ে শ্রাবণ
হৃদয় ভাঙ্গা ঝড়,
ভাগ্যের ডাকে দিয়ে সারা
করলাম সবই পর।
ইচ্ছে ছিল, আজও আছে
রাখবো তোমায় কোথায়,
খড় কুঠার এক বাসা আছে
শূন্য বুকের কোটায়।
জ্যোৎস্না রাতের চাঁদের হাসি
কষ্টে নীল হয়,
বেদনা ঘেরা জীবন আমার
চাঁদের সাথেই রয়।
মেঘের উপর মেঘ জমে যায়
বৃষ্টি শ্রাবণ ঝড়ে,
স্মৃতির মাঝে যাই যে ডুবে
তোমায় মনে করে।
বেদনা ছিলো মরীচিকা
যখন পাশে ছিলে,
বিষন্নতাই সাথী এখন
রয়েছে আমায় ঘিরে।