শোন বলি এক রাত পরীর গল্প,
যার মাঝে আছে বেঁচে থাকার ঘ্রাণ।
বিষন্নতা চেনে না মধুর কোন রাত,
ঘুমিয়ে দেখা কোন রাজকুমারের হাত।
ইচ্ছেরা ঘুড়ে বেড়ায় সন্ধ্যায় সাঁজে,
বিষন্নতা কেবল রয় না গোধুলীর ভাঁজে।
ধুলো পরা স্মৃতির পায়ে শেকল বেঁধে,
পরতে দেখা রাঙা আলতা পায়ে।
চোখেতে মাখা ঘাঢ় কাজল
কেবলই হাতছানি দিয়ে ডাকে,
স্বপ্নগুলো পুড়তে হয় প্রতিরাতে,
অজানা কোন এক অনল মাখা হাতে।
বুকে থাকা চাপা বেদনার কথা,
দু'ফোটা অশ্রু হয়ে গায়ে মাখে।
বেঁচে থাকার প্রতিটা করুণ আর্তনাদ,
থমকে যায় অজানা বিরহের ডাকে।
চার দেয়ালে ভাঙ্গে কতই না স্বপ্ন
প্রতিদিনই অল্প অল্প করে,
প্রতিরাতে  হয় রাত পরীদের গান
না বলা কথায় অশ্রু অম্লান।
নিরবতায় কেড়ে নেয় জীবন,
হৃদয় কোটোরে রয়ে যায়  শ্রাবণ।
তারা কেবল সুখ টাই বিক্রি করে,
ভালবাসার একখণ্ড মাংসপিন্ডে।
শোনো বলি এক রাত পরীর গান
যে বেচেঁ থাকায় চায় না প্রতিদান।