একুশ আমার মাতৃভাষা
নাড়ীর প্রতি টান,
একুশ হলো শহীদের ত্যাগ
পথে লুটিয়ে অম্লান।
একুশ ছিল মায়ের মুখে,
প্রথম শেখা বুলি।
একুশ মানে ভাষার দাবিতে
শহীদের  বুকে গুলি।
একুশ যেন রক্তে ভেজা
তাজা শহীদের প্রাণ,
একুশ দিল ভাষা মোদের
রাখলো বাংলার মান।
একুশ মোদের কারফিউ ভাঙ্গা
দেওয়া বাংলায় শ্লোগান,
একুশেতে হারিয়েছি মোরা
সালাম, রফিকের প্রাণ।
একুশ আমার মাতৃভাষা
গল্প, কবিতা, গান
একুশ ছিল প্রাণের দাবি
বায়ান্নর শ্লোগান।
উর্দু হটিয়ে বাংলা হবে,
সবার একটি আশা।
তাইতো একুশ আনলো কেড়ে,
মোদের বাংলা ভাষা।