কাব্য করে দিন কাটে না
যায় না করা বসবাস,
কাব্য করেই যাচ্ছি আজও
কাব্য মাঝেই দীর্ঘশ্বাস।
হাজার কাব্য রয়েছে জমা
অল্প কিছু বলি,
এমন অনেক কাব্য আছে
একলাই লিখে চলি।
বিষন্নতায়  কাব্য করি
করি সুখের দিনেও,
কাব্য করে পেয়েছি অনেক
আবার হারিয়েছিও।
অসময়ে কাব্য করি
করি বেলা শেষে,
রঙিন রঙিন উপমাতেই
থাকছি মিছেই ভেসে।
মিথ্যে মিথ্যে কাব্য করি
রয়েছে বাস্তবতা,
আরও কিছু কাব্যের মাঝে
রয়েছে স্মৃতিগাঁথা।