জানি না তো কে তুই?
সব সময় শুধু তোর কথাই ভাবি।
মাঝে মাঝেই নিঃশ্বাস বন্ধ হয়ে আসে,
দেখেছিলাম তোকে কোন এক শ্রাবণে।
থমকে যায় আমার দিন রাত,
পরে থাকে সমস্ত বেলা অবেলার ফেলে রাখা কাজ।
নিরুপায় হয়ে খুঁজে ফিরি তোকে,
ক্লান্ত মনকে বুঝাই।
জানি না তো কে তুই?
শুভ্র আকাশে ভেসে যায় মেঘ,
কখনো বৃষ্টি হয়ে নেমে আসে ধরণীতে।
কাশ ফুলে লেগে থাকা প্রতি ফোটা জল,
অশ্রু জলে ছুঁয়ে দিয়ে যায়।
অপেক্ষায় থাকা চোখগুলো নিদ্রাহীন থাকে।
সময় শুধু বদলাতে শেখায় ভুলতে নয়।
তবুও একটাই প্রশ্ন থেকে যায়।
জানি না তো কে তুই?
কোন এক সাঁঝের বেলায় পরেছিলাম তোর মায়ায়।
আজও সেই মাঁয়া কাটিয়ে উঠতে পারি নি।
কাজল দেয়া চোখের পাপড়ি গুলো,
আজও তাকিয়ে থাকে আমার দিকে।
নাম জানা নেই, নেই ঠিকানা জানা,
জানা নেই তোর গন্তব্য!
রেখে দিয়েছি হৃদয় ক্যানভাসে,
এঁকেছি তোকে নিজের মতো করে।
শুধু জানি না তো কে তুই?