চোখ বুজিলেই সব অন্ধকার;
শূন্য হবে ঘর।
যারা সবাই আপন ছিল
সবাই হবে পর।
আপন ভেবে জীবন যাপন,
মায়ার পৃথিবীতে।
সব কিছুই যে হারাবে একদিন
ক্ষণিকের এই ধরণীতে।
কিসের নেশায় এতো কিছু,
করছি আগামীর তরে।
আজকে আছি কালকে জীবন
থাকবে কি এই ভবে?
মৃত্যু যখন আসবে কাছে
জীবন হবে শূন্য।
এক জীবন যে ফুরিয়ে যাবে
সময় হলে পূর্ণ।
শিশির ফোটার মতো জীবন
হারায় বেলা হলে,
এক জীবনের চাওয়া পাওয়া
ফুরায় চোখের জলে।
মিছেই শুধু বেঁচে থাকা
নিঠুর দুনিয়াতে!
সবাই একদিন মুছে যাবে
ভবের খাতা হতে।