কিছু প্রশ্ন ছিলো তোর কাছে।
অনুভূতি গুলো খুব কষ্ট দেয়,
আঁকড়ে ধরে স্মৃতি।
বেদনা গুলো একে অপর কে দোষারোপ করে।
হারিয়ে আজও বেঁচে আছি,
তোকে আর তোর স্মৃতি গুলোকে নিয়ে।
স্বার্থ পরের মতো তুই তো চলে গেলি,
খবরও নিস নি আর,
আমার থমকে যাওয়া জীবনটা আজও
তোর প্রতিটা ভাল লাগায় জড়িয়ে আছে।
হঠাৎ করে যে বুকটা ভেঙ্গে দিলি,
একটা সময় সেই বুক টাই ছিলো তোর আশ্রয়।
সরল ভাবে বলা তোর কথা গুলোকে,
বোকার মতো বিশ্বাস করেছি, তাই তো ঠকেছি।
মানুষ চিনতে ভুল করে ছিলাম।
তাই তো আজ কাউকে বিশ্বাস করি না।
হারিয়ে শিখেছি,  শিখছি আবার একটু একটু করে
যেদিন আবার তোর সামনে দাঁড়াতে পারবো,
শুধু একটা কথাই জিঙ্গেস করতে চাই।
তুই কি সত্যিই আমায় ভালবেসে ছিলি?
না কি পুরো টাই ছিল তোর অভিনয়?
কখনো তো আমার কথার মূল্য দিস নি,
সেদিনও হয়তো কিছু না বলেই চলে যাবি।
নয়তো আবার সেই পুরোনো অভিনয় টাই
করবি আমার সাথে।
খুব ইচ্ছে করে,
যদি পেতাম আমার প্রশ্নের উত্তর গুলো !
কিছু প্রশ্ন ছিলো তোর কাছে।