মিছে মিছে কেন পালাবার পথ,
খুঁজে খুঁজে দিশেহারা।
জানো না কি,
হারিয়েছো তুমি
যেটুকু ছিল তোমার,
নিজস্ব ভূমি।
উজানের পানি, থামিবে না জানি
বলো কি করিবে হায়।
মরীচিকা ছিল ধুঁ ধুঁ বালুচর,
হারিয়েছো তুমি গভীরে অতল।
পথ নেই আজ, পথ নেই
পিছনে ফিরে যাবার।
অহর নীশি জাগিয়া তুমি,
দেখেছিলে যেই স্বপ্ন খানি,
বুনে ছিলে বাবুই পাখির বাসা
জ্বলসে গেল বুঝি রৌদ্রেরও তাপে।
চিনলে না নাকি তুমি!
মেঘ মরীচিকা।
সাত রঙের রংধনু, খেলছে হিয়া।