আমি নির্বাসিত হতে চেয়েছিলাম,
পিছুটান গুলো আঁকড়ে ধরে ছিলো সেদিন।
আবারও খুব ইচ্ছে হচ্ছে,
জানি এবারও পারবো না।
মাঁয়া সে যে বড় নিষ্ঠুর এক যন্ত্রণার নাম।
বেহিসাবি ভাবে কখনো চলা হবে না জানি,
কারন জীবনটা যে বড্ড হিসেবি।
উদাসীন হয়ে ঘুরতে অনেক চেষ্টা করেছি,
হয়ে উঠে নি।
থমকে দাঁড়াতে হয়েছে প্রখর রোদে,
কিংবা হঠাৎ আসা বৃষ্টির কারনে।
নীরব ভাবেই কাটাতে চেয়েছি জীবনটা,
চুপ করে হয় নি বসে থাকা কোন নির্জনে নিরালায়।
অবেলায় তোমার পাশেই হাটতে চেয়েছিলাম,
সেদিনও পারি নি হাটতে তোমার পাশে।
আজ বড় একলা আমি,
কারনটা বিধাতাই নিপুন করে লিখে দিয়েছে আমার ভাগ্য লিখায়।
নিজের মধ্যেই আজ আমি নির্বাসিত,
তাই তো প্রয়োজন হয় নি মাঁয়ার বাঁধন গুলো ছেড়ে নির্বাসিত হওয়ার।
আজ যে সবার মাঝে থেকেও নিজেকে বড্ড একা মনে হয়।