আমার রঙে রাঙিও না তুমি,
হইও না স্বার্থপর।
যেথায় আছে ভালবাসা তোমার,
সেটাই আপন ঘর।
খাঁচার পাখি আকাশে যেমন,
উড়তে ছটফটায়।
আকাশ পূর্ণ তোমায় পেয়ে,
খাঁচা শূন্যতায়।
গভীর যেমন চোখের মায়া,
অধিক কালো হয়।
বুকের মাঝে বিষন্নতা,
তেমনি করেই রয়।
হঠাৎ পাওয়া জ্যোৎস্নার দেখা,
সবাই যেমন চায়।
কে বা বলো দাঁড়িয়ে থাকে?
দেখতে অমাবস্যায়।
হয়তো পেয়ে চাঁদের দেখা,
তবুও মেঘে হারায়।
হয়না পাওয়া চাওয়াগুলো সব,
বহমান জীবন ধারায়।
শূন্যের মাঝে আশা নিয়ে,
স্বপ্ন দেখে মন।
এক জীবন যে ফুরিয়ে এলো,
থাকবোই বা কতক্ষণ।