চোখের কোটর আজ ঘুম শূণ্য,
ভাবনারা কেবলই হাতছানি দিয়ে ডাকছে।
সরল পথের হাজারো হিসেব এখনো মিলছে না,
অনেকটা সময় পার করে এসেও,
নিজেকে বড্ড অগোছালো মনে হয়।
দেয়ালের নীরবতায় থমকে থাকে রাত,
ভোর হয় পৃথিবীর নিজ নিয়মে।
শুধু দু'চোখের কোটর আজ ঘুম শূণ্য হয়ে রয়।
হিসেবের খাতাটা ভরে আছে,
অলিখিত অনেক অভিযোগে।
জানি বেহিসাবি সম্পর্কের টানাপোড়ন,
একটা সময় সৃষ্টি করবে গভীর বিচ্ছেদ।
হিসেবের খাতায় অগোছালো সংখ্যাগুলো,
গোছাতে গোছাতে কেঁটে যাবে জীবন অধ্যায়।
রাত গভীর হয়, ভাবনারা আরও জড়ো হয়।
একের পর এক করে সাজাতে হবে।
জীবন খাতার অনেক পাতা,
আজও খালি পরে আছে।
স্বপ্নগুলো ভাবনার ন্যায়,
হারিয়ে যায় গভীর খাদে।
যার কোন অস্তিত্ব জাগ্রত অবস্থায় বেমানান।
ক্ষণিকের স্বাদ বড্ড স্বার্থপর করে তুলেছে,
অল্প অল্প করে নিজের মধ্যেই নিজের ক্ষয়।
নিরুপায় হয়ে আবার ভাবতে থাকি।
জানি এ ভাবনার নেই কোন শেষ।
চোখের কোটর আজ ঘুম শূণ্য,
তাই তো ভাবনারা আজ আছে বেশ!