যদি তোর কথাই ভাবতে হয়!
তাহলে বেলা শেষে আসিস।
সারাটাদিন তোর জন্যই দাড়িয়ে থাকবো।
যদি কাছে এসে মিথ্যে বলিস,
অবিশ্বাস করবো না।
ভাববো হারাতে চাস না আমায়,
তাই সত্যটাকে আড়াল করছিস।
যদি হাসতে ইচ্ছে না করে।
তবুও নিজের সাথে জোর করে হাসিস।
তাহলে ভুল বুঝবো না,
ভাবে নেবো তোর মন ভাল নেই।
যদি লজ্জা মাখা গালে,
এক চিলতে আভা ছড়ায়।
বুঝবো আজ বড্ড ভালবাসা পেতে ইচ্ছে করছে।
বিন্দু বিন্দু করে যদি একটু ঘাম,
নাকের ডগায় এসে জমে।
তাহলে মনে করবো,
হয়তো কিছু বলবে আমায়।
যদি কখনো রেগে যাও আমার উপর,
জড়িয়ে ধরে ছুঁয়ে দেবো তোমায়।
আমার সামনে এসে যদি,
তোমার ঠোট কেঁপে কেঁপে  ওঠে।
বলতে হবে না মনের কথা,
যা এমনি বুঝে নিবো আমি।
যদি কখনো কাছে থাকতে বলো আমায়।
তখন আর বুঝতে বাকি থাকবে না,
তুমি হারাতে চাওনা আমায়।
যদি গোধুলী বেলায় হাটতে হাটতে,
হাতটি ধরে রাখো।
সেদিন বুঝবো ভালবাসো আমায়।
আর যেদিন নিজের করে নিবে,
সেদিন থেকে শেষ নিঃশ্বাস পর্যন্ত,
তোমার হয়েই আগলে রাখবো তোমায়।