বিদায় জানাতে আসিনি কাছে,
এসেছি ভালবেসে।
কষ্ট দিবে ভাবিনি কখনও,
সুখটা বুকে রেখে।
স্বপ্ন দেখিয়েছো আপন মনে
হাতে হাতটি ধরে রেখে।
স্বপ্ন নামক চাঁদটা এখন;
গিয়েছে মেঘে ঢেঁকে!
আঁধার কালো জোছনা রাতে
পাই নি তোমার দেখা।
নীল জোছনায় এমনি একদিন,
বসেছিলে তুমি একা।
বৃষ্টিতে ভিজতে দাওনি কখনও
কষ্ট পাবো বলে।
চোখের জলে ভিজিয়ে এখন
চলে গেলে আপন মনে।
ভাববে না জানি আমার কথা,
পরবে না তোমার মনে,
শান্ত বুকটা শুণ্য করে
চলে গেলে তুমি দূরে।
নীল সাগরের ঢেউয়ের মতো
আঁচড়ে পরবে বুকে,
সেই অপেক্ষায় দিন যে আমার
কাঁটছে ধুকে ধুকে।
তোমার জন্য চোখেতে এখন,
আসেনা কোন ঘুম।
চিরতরে একদিন ঘুমিয়ে যাবো
হয়ে শান্ত নিঝুম।