নিঃশ্বেসিত জীবনের ক্ষয়,
অকারণে ভালবাসা।
ক্ষণিকের মোহে বেচিয়া সুখ,
দুঃখ বাধিয়াছে বাসা।
হৃদয় চেচিয়া করিয়া জাহির,
মিলিবে কি পরশ পাথর।
কি হারায়ে, কাহার পিছে
প্রাণটা করেছো নিথর।
অকাতরে তুমি চাহিয়া নিজে,
সবটুকু দিয়াছ ছাড়ি।
কোথা ছিলে তুমি,আজিকে তাহার
খুঁজছো তোমার বাড়ি।
এ পারে তুমি সমন করেছো,
হারিয়েছো জীবনের তৃষা।
সামনে তাকিয়ে দেখিবে এখন,
এসেছে বিদীশার নিশা।