সাদা ক্যানভাস, একমুঠো রঙ
এক চিলতে অনুভূতি।
রঙিন কাগজে মোড়ানো
আমার কিছু অপূরণীয় স্বপ্ন,
রঙধনুর সাতটি রঙের মাঝেই
আমার একাকীত্বের বসবাস।
কোমল মায়াবী মুখটি তার
এক পশলা বৃষ্টির মতো ছুঁয়ে দেয়,
রাগে ভরা কাঠ কয়লার মন।
হৃদয়ের ক্যানভাসে যেন আঁট কে থাকা,
কোন শিল্পীর অবিশ্বাস্য কোন মুখরতা।
হাতে নিয়ে বসে থাকা রঙ তুলি,
যেন বলছে কানে কানে,
কেন এ দেরি, ধন্য করো আমার জীবন।
আমি আঁকতে শুরু করি,
কেন যেন মনে হয়, বার বার তার মুখ
খানি হারিয়ে যাচ্ছে চোখের জালে।
আমি ভাবি, ভেবেই যাই
আজও ভাবছি কেন হলো না,
আমার সেই স্বপ্নের মুখটি আঁকা।
আজও খুঁজে বেড়াই
দূর থেকে দূরান্তরে,
পাই না খুঁজে সেই অপরূপ
মায়ায় ঘেরা সেই মুখ।
চোখ যেন তাঁর শিল্পীর আঁকা
কোন ফুটন্ত পদ্মফুল,
চুল তাঁর  মেঘে ভরা গগন বিদারী আকাশ।
কখনও আর হয়ে উঠলো না,
পূর্ণ আমার ক্যানভাস।
মনের মাঝেই বসত হইলো,
আমার অসমাপ্ত ছবি।