অনেক গোধুলী বেলা কাটিয়েছি একা,
বসে বসে শুধু ভেবেছি।
কখনো কি কেউ,
আসবে এ জীবনে?
কাউকে দেখে কি,
ভুলে যাবো সব একাকীত্ব।
কখনো কি কারও জন্য,
অপেক্ষার প্রহর গুণে,
শেষ হবে গভীর রাত?
প্রিয়তম বলে,
কেউ কি ডাকবে শেষ রাতে?
নাকি বাকি টা জীবন,
এভাবেই কাটাতে হবে,
শূন্য গোধুলী বেলা।
একা একা বসে শুধুু ভেবেই যাই,
ভাবনার উত্তরটা বরাবরের মতোই ;
থেকে যায় গম্ভীর নীরব।
কখনো কখনো বড্ড ইচ্ছে করে,
ডুবন্ত সূর্যটা যখন লাল হবে;
কারও হাতে হাতে রেখে,
নদীর পাড়ে বসে সন্ধ্যা দেখবো।
ইচ্ছে করে শীতের সকালে,
কেউ জোর করে বলবে।
আমার জন্য শিশির ভেজা
একটা ভোর মাখানো,
গোলাপ আনতে হবে।
খুব ইচ্ছে করে কুয়াশা ঘেরা,
ভোর দেখতে কারও সাথে।
ইচ্ছে করে বলতে,
ঐ আকাশের মতো;
বিশাল আমার ভালবাসা।
আর তুমিই একমাত্র ঘুড়ি,
যে আমার আকাশটা ;
পুরো দখল করে আছো।
আজও সেটাই ভেবে কাটে,
আমার প্রতিটা গোধুলী বেলা।