তখন তুমি আমার পাশে থেকো।
শরৎ এর কাশফুল গুলো যখন,
হালকা বাতাসে দিকহারা হয়ে দুলতে থাকবে।
আর যখন মনে হবে আকাশ থেকে হয়তো
একখন্ড মেঘ এসে সবুজ ঘাসে ঘেরা
খোলা মাঠে ছুটোছুটি  করছে।
তখন তুমি আমার পাশে থেকো।


যখন ফাগুনে গাছে গাছে নতুন ফুল ফুটবে,
চারিদিকে রঙিন ফুলের ঘ্রাণ ছড়াবে।
কোমল কিশোর কিশোরী তাদের
ফাগুনের সুভাশ গাঁয়ে মেখে
একে অপরের সাথে বসন্ত উদযাপনে ব্যস্ত থাকবে।
তখন তুমি আমার পাশে থেকো।


গোধুলীর আকাশে যখন সূর্যটা একটু বড় দেখাবে,
নদীর পাড়ে মনে হবে জলন্ত প্রদীপ হাতে,
দাড়িয়ে আছে আকাশ।
মেঘগুলো কেবলই তার রঙ হারিয়ে লাল বর্ণ ধারণ করবে।
ক্লান্ত পাখি গুলো যখন আপন ঘরে ফিরতে শুরু করবে।
তখন তুমি আমার পাশে থেকো।


শীতের কুয়াশা ঘেরা প্রতিটা সকাল
কারও হাত ধরে যখন হাটতে ইচ্ছে করবে।
প্রতিটা স্পর্শ যখন নতুন করে বাচাঁর স্বপ্ন দেখাবে।
গাঁয়ের চাদঁরটা যখন অনুভব করবে কারও অনুপস্থিতি।
তখন তুমি আমার পাশে থেকো।


রাতের আলোয় যখন চাঁদ আর জোছনায় খেলা করবে।
মেঘগুলো যখন চাঁদের আলো নিজেদের গাঁয়ে মাখাবে।
নির্জনে বসে বসে যখন সেই চাঁদের সাথে
কাউকে তুলনা করতে মন চাইবে।
তখন তুমি আমার পাশে থেকো।


জীবন যখন অস্ত যাওয়ার প্রহর গুনবে,
স্মৃতিঘেরা মুহুর্তগুলো যখন
দুমরে মুচরে চাইবে শেষ করে দিতে সব।
চোখ বন্ধ করে যখন দীর্ঘশ্বাস ছাড়তে হবে
আর ভাবতে হবে।
আরও কিছুটা যদি সময় পাওয়া যেত।
আর তোমার কোলে মাথা রেখে
চোখ দিয়ে যখন দু'ফোটা অশ্রু গড়িয়ে পরবে।
তখন তুমি আমার পাশে থেকো।


তোমার জন্য যখন একখন্ড ভালবাসা,
আর কিছুটা ভালবাসার স্মৃতি রেখে বিদায় নিবো।
সেই সময় পর্যন্ত প্রতিটা মুহুর্তের জন্য।
তখন তুমি আমার পাশে থেকো।