রেড লাইট এরিয়ায়,শহরের ব্যস্ততায়।
ছড়িয়ে থাকে একমুঠো, মানুষের আকুলতা।


নগরের জানালায়, ক্ষণিকের আয়নায়।
হয়ে ওঠে না,  তোমার আমার একবার মুখটি দেখা।
সোডিয়াম আলোতে, নিশ্চুপ রাস্তাতে।
খুঁজে ফেরে,  বেঁচে থাকার শেষটুকু আশ্রয়।


রেড লাইট এরিয়ায়, শহরের ব্যস্ততায়।
ছড়িয়ে থাকে একমুঠো, মানুষের আকুলতা।


নীরবতা দেয়ালে, রাত জাগার খেয়ালে।
কেউ খুঁজে নেয়, মাংসপিন্ডে সুখের মূর্ছনা।
অবাধ্য চোখের জল, অভিনয়ের শত ছল।
গড়ে তোলে, হৃদয় ভাঙ্গা ঝড়ের যন্ত্রনা।


রেড লাইট এরিয়ায়, শহরের ব্যস্ততায়।
ছড়িয়ে থাকে একমুঠো, মানুষের আকুলতা।