বলেছিলাম তনু!
মনে আছে তোমার?
বলেছিলাম যেদিন তুমি আমাকে ভালবাসবে।
ঐ বসন্তের মেঘলা বিকেলটাও দেখবে কৃষ্ণচূড়ার মত লাল হবে।
গোধুলী বিকেল বেলা যখন নদীর পানি
খুব শান্ত হয়ে রবে।
তখন তোমার আমার কথা খুব করে মনে পরবে।
আমার এই শক্ত হাতটি ধরার জন্য খুব ইচ্ছে হবে তোমার।


বলেছিলাম তনু!
মনে আছে তোমার?
যেদিন আমাকে খুব কাছে পেতে ইচ্ছে করবে।
যখন আমার জন্য তোমার দু'চোখ থেকে বৃষ্টি ঝড়বে।
সেদিন দেখ, হঠাৎ কোন কারন ছাড়াই খুব বৃষ্টি হবে।
কারন তোমার সাথে ঐ বৃষ্টি হয়ে আমিও যে খুব করে কাঁদবো।


বলেছিলাম তনু!
মনে আছে তোমার?
যখন কোন এক জ্যোৎস্না মাখা রাতে চাঁদের সাথে
মেঘগুলো যখন খেলা করবে।
আর তুমি তাকিয়ে তাকিয়ে তখন সেটা দেখবে।
আর এক রাশি বাতাস এসে তোমার চুলগুলো এলোমেলো করে দিবে।
কারন আমি যে সেই বাতাস হয়ে
তোমার চুলে হাত বুলাবো।


বলেছিলাম তনু!
মনে আছে তোমার?
যেদিন তুমি আমায় ছেড়ে চলে যাবে।
তখন আমিও সবকিছুর মাঁয়া ছেড়ে চলে যাবো।
আজ সেই সময়গুলো ঠিকই এসেছে।
কিন্তু বড্ড যে,  দেড়ি হয়ে গেছে।


দেখলে তো বলেছিলাম না তনু হারিয়ে যাবো।
তাই আজ তুমি আছো, আছে সাথে আমার প্রতি তোমার ভালবাসা শুধু আমি আজ নেই তোমার পাশে।
শুধু আমার অস্তিত্বটুকু দিয়ে গেলাম
তোমার অস্তিত্বে।