তোমাকে নিয়ে দেখা স্বপ্নগুলো গুছিয়ে দিতে পারি,
তুমি বললে।
নিশিতের আকাশে সাদা মেঘগুলো জড়ো করে এনে দিতে পারি,
শুধু তোমার জন্যে।
একটা রঙিন আকাশ খুঁজে দিতে পারি,  
যদি তুমি বল আমার আকাশের ঘুড়ি হয়ে রবে।
কিছু রক্তজবা আর কয়েকটা কামিনী ফুল আনতে পারি,
তুমি খোপায় যত্নে যদি গা থো।
এক গোধূলির অক্লান্ত সূর্যটাকেও ডুবতে বাড়ন করতে পারি,
তুমি আরও কিছুক্ষণ আমার পাশে বসতে চাইলে।
অন্ধকার টাকে শান্ত করে দিতে চাই,
তোমার নিঃশ্বাস টাকে উপলব্ধি করতে।
প্রকৃতি টাকে তোমার মনের রঙে রাঙিয়ে দিতে পারি, যদি আমার চোখে চোখ রাখো।
শ্রাবণের ধারা বইয়ে তার জলে পালতোলা নৌকা ভাসাতে পারি,
যদি বিকেলটা শুধুই  আমায় দাও।
নিবিড় ভাবে তোমার পাশে বসতে পারি,
যদি হাতটি ধরে কাছে রাখতে পারো।
তোমার কাজলে মাখা চোখে আমার চোখের ছোঁয়া এঁকে দিতে পারবো,
শুধু অপলক তাকিয়ে থাকো যদি।
তোমার শাড়ির আঁচলে ছায়া হয়ে থাকতে ইচ্ছে করে, শুধু নীল রঙে আপন করে রেখো।
আমার মনের আকুলতা মিশিয়ে তোমার পায়ের নূপুর গড়ে দিতে চাই,
দু'কদম হাটতে পারবে আমার পাশে?
এক জীবন তোমার জন্য লিখে দিতে পারি,
তুমি শুধু ভালবাসার চাদরে আমায় জড়িয়ে নিও।